নাবিউর রহমান চয়ন, (কাজীপুর) সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে ইছামতি নদীতে একটি ব্রিজের অভাবে হাজারও লোক যাতায়াতের জন্য দীর্ঘদিন যাবৎ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। সিরাজগঞ্জ সদর উপজেলার একডালায় অবস্থিত ইছামতী নদীর উপর ব্রিজ না থাকায় প্রতিদিন শতশত মানুষ’জনকে পার্শ্ববর্তী গ্রামগুলোতে যেতে নদীতে নির্মিত অত্যন্ত ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপার হতে হচ্ছে।
একাডলা গ্রামের স্থানীয় মুরব্বী পামছা শেখ এবং চাঁন মিয়া, শহীদুল মাষ্টার, বুলবুল তালুকদার, রিপন, আমজাদ, বাহাদুর পীরসাহেব জানান, আমাদের গ্রামের প্রায় দুইশত পরিবার গ্রামের পশ্চিমে ইছামতী নদীর চরে গিয়ে স্থায়ী ভাবে বসবাস করছে। তাদের নিয়মিত নদী পারাপার হতে হয়, এছাড়া এটি একটি জনবহুল রাস্তা, যেখানে দিনে শতশত মানুষ যাতায়াত করে থাকে, তাদের যাতায়াত সহজ করতে একটি ব্রীজ অতিব প্রয়োজন।
এছাড়া নদীর পশ্চিম পাশের মৌত্রাপুর, কাশিয়াহাটা, আমদানিপুর, বিষারদিয়ার, শালুয়াবাড়ি’সহ প্রায় ৩০ গ্রামের ৪/৫ হাজার মানুষ সিরাজগঞ্জ সদরের মূল ভূখণ্ডের সাথে যোগাযোগের একমাত্র পথ এই ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে’ই তাদের'কে যাতায়াত করতে হয়। এই এলাকার সমস্ত লোকজনকে হাট-বাজার সহ দৈনন্দিন কাজে এই সেতু দিয়ে পারাপার হতে হয়। ঝুকিপূর্ণ সেতু দিয়েই হালকা যানবাহন ইজিবাইক, আটো, টেম্পু, সিএনজি পারাপার হচ্ছে।
স্থানীয় লোকজনরা জানান, এখানে প্রায়শই বিভিন্ন ধরনের ছোট বড় দুর্ঘটনা ঘটে থাকে। নদীর পশ্চিম পাশে অনেক জনপদ গড়ে ওঠায় সেখানে, হাট বাজার, মসজিদ, মাদ্রাসা'সহ, আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, গড়ে উঠেছে। এতে করে কোমলমতি শিশুরা সেতু দিয়ে বিবাদজনকভাবে চলাচল করছে। তাই স্থানীয় লোকজন একটি সেতু নির্মাণের জন্য দাবি জানিয়েছেন। এছাড়াও এখানে একটি ব্রীজ হলে গান্ধাইল, সীমান্তবাজার, কুড়ালিয়াসহ পার্শবর্তী গ্রামের মানুষ এই ব্রীজকে ব্যবহার করে ধুনটের রওলারহাট, রায়গঞ্জের ধানগড়া'সহ পশ্চিম এলাকার বিভিন্নস্হানে যাতায়াত করতে পারবে, অপনদিকে নদীর পশ্চিম পারের লোকজন তথা ধুনটের গোপালনগর'সহ বিভিন্ন গ্রামের মানুষ সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিহাট ও গুরুত্বপূর্ণ বাজার সীমান্তবাজারে অতি সহজেই যাতায়াত করতে পারবে।
এ বিষয়ে রতনকান্দি ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান, ব্রিজটির অভাবে মানুষের ব্যাপক ভোগান্তি বেড়েছে। ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী সরকারের জরুরি পদক্ষেপ কামনা করছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা