আব্দুল হালিম সেখ: সিরাজগঞ্জ জেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী এবং পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের ই.বি রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এর সভাপতিত্বে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।পরবর্তীতে সাড়ে ১১ টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিএনপির দলীয় কার্যালয় হতে একটি র্যালী বের হয়ে পুরাতন শহীদ মিনারে শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ন সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা