বাবুল খান মুন্না, সিলেট: সিলেট নগরীতে রেজিস্ট্রেশনবিহীন ও অবৈধ সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশাসহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার সকাল ৮টা থেকে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা শুরু করা হয়। এ সময় কাগজপত্রবিহীন মোটরযানের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ।
সরেজমিন নগরীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, অটোরিকশা (সিএনজি), লেগুনা, ট্রাক, প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। যাদের কাগজপত্র ঠিক রয়েছে, তাদের ছেড়ে দেয়া হচ্ছে আর যাদের যানবাহনের কাগজপত্র পাওয়া যায়নি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী যেসব সিএনজিচালিত অটোরিকসা সবুজ রংয়ের উপরে হলুদ রংয়ের বর্ডার দিয়ে চিহ্নিত করা হয়নি, সেগুলোতে রং ব্যবহার করার জন্য বলে দেয়া হচ্ছে।
এর আগে এসএমপির ট্রাফিক শাখা বিজ্ঞপ্তি দিয়ে ও সপ্তাহজুড়ে মাইকিং করে জানায়, সিএনজিচালিত বৈধ অটোরিকশাচালক ও মালিকদের প্রতি এসএমপি নির্দেশনা দিয়েছে ২৩ সেপ্টেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় চলাচলকারী অটোরিকশাগুলোতে সবুজ রংয়ের উপরে হলুদ বর্ডার দিয়ে এবং মেট্রো এলাকার বাইরে চলাচলকারী অটোরিকসাগুলোতে সবুজ রংয়ের উপরে সাদা রংয়ের বর্ডার দিয়ে চিহ্নিত করতে হবে। এছাড়া বিশেষ কারণ ছাড়া মেট্রো এলাকার বাইরের অটোরিকসাগুলো মেট্রো এলাকায় প্রবেশ করতে পারবে না। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানানো হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে বুধ ও বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালাবে ট্রাফিক বিভাগ। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে।
এদিকে, ট্রাফিক পুলিশের এমন অভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন। তারা বলছেন, সিলেটে অটোরিকসা (সিএনজি) ও ব্যাটারিচালিত রিকসার জন্য সড়কে দীর্ঘ সময় যানজট লেগে থাকে। সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।
সিলেট নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা অভিযানের সময় দায়িত্ব পালন করেন ট্রাফিকের পুলিশ কমিশনার রেজাউল করিম রেজা পিপিএম, ট্রাফিকের ডিসি বিএম আশরাফ উল্লাহ, উপ-পুলিশ কমিশনার (সাউথ) মোহাম্মদ মাহফুজুর রহমান, টিএসআই শাওন, নিতাই চন্দ্র, নুরুন্নবী, রিপন, দক্ষিণ সুরমা থানার এসআই আনোয়ার সহ পুলিশ সদস্যবৃন্দ।
অভিযান চলাকালে সাংবাদিকদের সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা বলেন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকসা, ব্যাটারিচালিত রিকসা-অটোরিকসা সহ অন্যান্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে মঙ্গলবার থেকে আমাদের ট্রাফিক বিভাগের অভিযান শুরু হয়েছে। কাগজপত্র সঠিক না পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা