মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় শ্রেষ্ঠ মৎস্য উৎপাদনকারী হিসেবে পুরস্কার পেয়েছেন কুমিরা ইউনিয়নের কৃতি সন্তান মো. শাহাদাত হোসেন বাপ্পি।
ইপসার সৌজন্যে সোমবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলার পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এই পুরষ্কার বিতরণে উপজেলার সেরা মৎস্য চাষি হিসেবে নির্বাচিত হলেন মো.শাহাদাত হোসেন বাপ্পি।
সফল মৎস্য উৎপাদনকারী মো. শাহাদাত হোসেন বাপ্পি উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড কাজীপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম।
ইপসার মৎস্য কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুর, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ূম চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. কল্লুল বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. মনিরুল ইসলাম, মৎস্য দপ্তরের কর্মচারীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মনিরুল ইসলাম ইসলাম ভূইয়া, মাজহারুল, রাসেল, সাদেক, উর্মিত, রুবেল, নিজাম, জাফর, সাবরিনা, অমি হাসান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা