রিয়াজ উদ্দীন মাসুম, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে ইত্তিহাদ ফাউন্ডেশনের ২য় বর্ষপূর্তি এবং মেধা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ টা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফাউন্ডেশনের সভাপতি তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সদস্য মো. নাইমুর রহমানের পরিচালনায় ৩৫ জন শিক্ষার্থীকে মেধা তালিকায় ও ৬১ জনকে সাধারণ গ্রেডে সর্বমোট ৯৬ জনকে শিক্ষা বৃত্তি প্রদান করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম এবং এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম মোস্তফা আলম সরকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খায়রুল ইসলাম, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
ইত্তিহাদ ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা গত ১ নভেম্বর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম রফিকুল ইসলাম বলেন, ইত্তিহাদ ফাউন্ডেশন সীতাকুণ্ডের মানুষের জন্য কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আজকের এই বৃত্তি কার্যক্রম আমাদের শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে। তিনি ইত্তিহাদ ফাউন্ডেশনের এ ধরনের মানবিক কার্যক্রম এবং শিক্ষাক্ষেত্রে অবদানের প্রশংসা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা