
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৬:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
সীতাকুণ্ডে কোহিনুর স্টিল জাহাজভাঙা কারখানা গুঁড়িয়ে দিয়ে গাছের চারা রোপণ

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি অবৈধ জাহাজভাঙা কারখানায় সব স্থাপনা গুঁড়িয়ে দিয়ে খালি জায়গায় দুই হাজার গাছের চারা লাগানো হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার সলিমপুর ইউনিয়নের সাগর উপকূলবর্তী এলাকায় অবস্থিত রাজা কাসেমের মালিকানাধীন কোহিনূর স্টিল নামের জাহাজভাঙা কারখানায় দ্বিতীয় দফায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ অভিযানে কারখানার সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এরপর বিকেলে ওই খালি জায়গায় তিন প্রজাতির গাছের চারা রোপণ করেন বন বিভাগের কর্মীরা।
রেঞ্জ কর্মকর্তা রাশেদুজ্জামান বলেন, উপকূল রক্ষার্থে বন বিভাগের উদ্যোগে ঝাউ, করঞ্জা ও হিজলের গাছ লাগানো হয়। কিন্তু কোহিনূর স্টিল নামে এ জাহাজভাঙা কারখানাটি গড়ে তোলার সময় রাতের আঁধারে ৪ থেকে ৫ হাজার গাছ কেটে সাবাড় করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে দুই দফায় উচ্ছেদ অভিযান চালিয়ে অবৈধ এ জাহাজভাঙা কারখানার সবকটি স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। দুই হাজার চারা লাগানো হয়েছে। উপকূলীয় পরিবেশ রক্ষার্থে পর্যায়ক্রমে এখানে আরও গাছের চারা রোপণ করা হবে।
অভিযান ও গাছ রোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন, উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক আবুল কালাম আজাদ এবং রেঞ্জ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা