মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করে।
শুক্রবার বিকাল ৩ টার সময় ফকিরহাট মডেল মসজিদ প্রাঙ্গনে ৪নং মুরাদপুর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন সভাপতিত্বে এই অনুষ্ঠানে ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তার অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো কোরবান আলী সাহেদ, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪নং ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি মো তারেক, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম সম্পাদক মো মাসুম,সমাজ সেবক সম্পাদক মো তুহিদ, ইউনিয়ন ছাত্রদল নেতা মো. মিরাজ, মো. হাসান, মো. আশিক, মো. পারভেজ, মো. আারাফাত, মো. কামরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা তার আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা