মো: রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকুণ্ডে যত্রতত্র গড়ে ওঠা ট্রাক ডিপোর পার্কিংয়ের কারণে মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
বিশেষ করে বাঁশবাড়ীয়া এলাকায় একটি ডিপোর সামনে যানজট এতটাই প্রকট হয়ে উঠেছে যে শুক্রবার বাঁশবাড়ীয়া এলাকায় একটি ডেলিভারি রোগী বহনকারী গাড়ি দীর্ঘ সময় আটকে পড়ে। শেষ পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে চালককে উল্টো পথে গাড়ি চালিয়ে হাসপাতালে পৌঁছাতে হয়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সীতাকুণ্ডে এ ধরনের বেশ কয়েকটি পার্কিং রয়েছে, যেগুলোর সামনে প্রতিদিনই ৫ থেকে ৬ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। প্রশাসন মাঝে মাঝে ঘটনাস্থলে এসে ভিডিও ফুটেজ নেয় এবং অল্প কিছুদিনের জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কখনো কখনো ২–৪টি গাড়িকে মামলা দিয়ে চলে যায়, তবে তা স্থায়ী কোনো সমাধান নয়।
একজন নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, "মূল সমস্যা হলো, পার্কিং মালিকদের সঙ্গে প্রশাসনের যথাযথ সমন্বয়ের অভাব। এভাবে চলতে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে।"
প্রশাসনের পক্ষ থেকে যদিও মাঝে মাঝে কিছু পদক্ষেপ নেওয়া হয়, তবে তা শুধুই ক্ষণিকের। এই অব্যবস্থাপনার বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কোনো কৌশল গ্রহণের উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্বেচ্ছাসেবী সংগঠনের একজন সদস্য জানান, “যদি এই সমস্যার স্থায়ী কোনো সমাধান না আসে, তাহলে সীতাকুণ্ডের সর্বস্তরের জনগণকে নিয়ে আমরা সকল স্বেচ্ছাসেবী সংগঠন একটি গণআন্দোলনের ডাক দেব। প্রশাসনকে এখনই হুঁশিয়ার থাকতে হবে।”
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা