মো. রমিজ আলী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপের চাপায় বিকাশ আচার্য (৪৬) নামক এক লেগুনা চালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা সুলতানা মন্দিরের সামনে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক ৭টার দিকে সুলতানা মন্দিরের সামনে লেগুনা চালক বিকাশ তার গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাশকে মৃত ঘোষণা করেন।
নিহত বিকাশ আচার্য চট্টগ্রামের সীতাকুণ্ড কুমিরা সুলতানা মন্দির গ্রামের বাসিন্দা হারাধন আচার্যের ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, কুমিরা উত্তর মছজিদ্দা সুলতানা মন্দিরের সামনে এক লেগুনা চালক তার গাড়ির পেছনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এই ঘটনায় পিকআপটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা