মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ড প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সী গোল্ড ফিলিং স্টেশনের অংশীদার মোহাম্মদ সিরাজুল ইসলামকে মালিকানা থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোহাম্মদ সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ২০০৩ সালে মোস্তাকিম নামের একজন অংশীদারের সঙ্গে যৌথভাবে সী গোল্ড ফিলিং স্টেশন প্রতিষ্ঠা করেন তিনি। ব্যাংক ঋণের মাধ্যমে ব্যবসা শুরু হলেও পরে সেই লাভের অংশ দিয়ে আরও কয়েকটি প্রতিষ্ঠান ও সম্পত্তি গড়ে তোলা হয়। ২০১৬ সাল থেকে নানা অজুহাতে তাকে ব্যবসা থেকে দূরে সরিয়ে দেয়ার অপচেষ্টা শুরু হয়।
সিরাজুল ইসলামের দাবি, ১৯৯৮ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত যৌথভাবে ক্রয়কৃত সম্পত্তির ৪১টি দলিল ও ১২টি নামজারি খতিয়ান রয়েছে, যেখানে দু’জনের সমান অংশ উল্লেখ আছে। ২০২০ সালে মোস্তাকিমের মৃত্যুর পর তার দুই পুত্র আল আমিন পারভেজ দীপ্ত ও আল হামিদ তুর্য সম্পত্তির একক মালিকানা দাবি করে সিরাজুল ইসলামকে কর্মচারী বলে অপপ্রচার চালাচ্ছেন। এমনকি তার বিরুদ্ধে একাধিক মিথ্যা অভিযোগও দায়ের করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, ফিলিং স্টেশন ও অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তি বর্তমানে মৃত মোস্তাকিমের ওয়ারিশরা দখলে রেখে অযত্নে ফেলে রাখায় কোটি কোটি টাকার সম্পদ ক্ষতির মুখে পড়েছে।
এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইয়াকুব কাউসার বাপ্পি, আশেকুল ইসলাম সাব্বির, মুহাম্মদ রাশেল ও মুস্তাফিজুর রহমান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা