মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাকার দোকানে গিয়ে খাদে পড়ে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে এগারো টার সময় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা এলাকার উত্তর মছজিদ্দা ইলিয়াস পেট্রোল পাম্পে পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী (৩০)। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কুমিরা ফায়ার সার্ভিস ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে যাওয়া আইরিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইলিয়াস পেট্রোল পাম্প এলাকায় সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশের একটি ভলকানাইজিং দোকানের মালিকও বাসের চাপায় কাদায় চাপা পড়েন। এ ঘটনায় বাসে থাকা অন্তত ১৫ যাত্রী কমবেশি আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত এবং তারা নিজ নিজ গন্তব্যে চলে গেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী আইরিন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৮০৪৮) নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় বাসের চাপায় পড়ে একজন নিহত হন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের সাব অফিসার আহসান আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে এগিয়ে আসে। রাস্তার পাশের দোকানি মোহাম্মদ আলী বাসের নিচে চাপা পড়ে মাথা থেকে শরীরের অর্ধেক অংশ কাদায় ঢুকে যায়। বাস তোলার পর তাকে উদ্ধার করা হলেও কিছুক্ষণ পরই তিনি মারা যান।
এ বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমিন বলেন, ‘সকাল সাড়ে এগারোটার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন ঘটনাস্থলেই নিহত হন। ১৫ জন আহত হয়েছেন, তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেপরোয়া বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা