মো: রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রাম আগামী ১২ জুলাই মাছ ধরা উপলক্ষে ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোদন করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, ডিসি পার্কে প্রতি বছর কিন্তু একটা ফুল উৎসব হয়। সারাবছরই অন্য কোনো ইভেন্ট থাকে না। আমরা এবার চিন্তা করেছি যে ডিসি পার্ককে সারাবছর উৎসব মুখর করে রাখার জন্য ছোট ছোট পরিসরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে। তার অংশ হিসেবে মাছ ধরার প্রোগ্রামটা আগামী ১২ জুলাই থেকে শুরু হবে। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি ও স্থায়ী একটা ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে যেটা আগে ছিল না। আমরা একটা গোল ঘর করেছি যাতে যারা দর্শনার্থী আসে তারা টিকিট কেটে বিনোদন পাই। পার্কে ফ্লাওয়ার ডেভলাপমেন্ট ও গাইড ওয়ালের কাজ চলছে। আমরা মূলত চাই যে ডিসিপার্ক চট্টগ্রামের একটা সম্পদে পরিণত হোক। আর চট্টগ্রামে অন্য কোন উৎসব নেই। ডিসি পার্কের ফুল উৎসব সারা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসব ও প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এই উৎসবের পাশাপাশি আমরা ডিসি পার্কে সারা বছরই জনসমাগম থাকে এবং অনেক বিনোদন প্রিয় দর্শনার্থীদের যেন ভীড় থাকে সেজন্য আমরা ছোট ছোট পরিসরে প্রোগ্রামের আয়োজন করেছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন। সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা