সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরায় সীমান্তঘেঁষা জমিতে ধানের চারা রোপণে আপতি জানিয়েছে ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্য ও কয়েকজন ভারতীয় নাগরিক।
এ অবস্থায় সেখানে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে ভোমরা সীমান্তে এ পতাকা বৈঠক হয়।
বৈঠকের নেতৃত্ব দেন সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক ও ১০২ বিএসএফের ব্যাটালিয়ন কমান্ড্যান্ট রমেশ কুমার।
বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
ভারতীয় নাগরিকরা ওই জমি তাদের বলে দাবি করার পরে বিএসএফ সেখানে বাংলাদেশিদের ধান রোপণে আপত্তি জানিয়েছিল।
বিজিবি জানায়, ভোমরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩/২ এস ও ৩/৩ এসের মাঝের স্থানে সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশিরা ধানের চারা রোপণের সময় বিএসএফ ঘোজাডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্য ও ভারতীয় স্থানীয় কয়েকজন আপত্তি জানায়।
এ খবর জানার পর বিজিবি তাৎক্ষণিকভাবে ওই দাবি ও বিএসএফের আপত্তি নাকচ করে দেয়।
এ বিষয়ে উভয় ব্যাটালিয়ন কমান্ডার আপত্তিকৃত অংশ ছাড়া অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত রাখা ও আগামী ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগ কর্তৃক যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিস্পত্তি হবে বলে একমত পোষণ করেন বলে বিজিবি জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা