খাঁন মো. আ. মজিদ, (দিনাজপুর) : কাজের সন্ধানে সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়া দুলালি পাল (১৯) নামে এক কিশোরীকে ফেরত দিয়েছে বিএসএফ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় হিলি সীমান্তের ২৮৫/১০ সাব পিলার সংলগ্ন হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবির হাতে কিশোরীকে হস্তান্তর করে বিএসএফ। দুলালি পাল (১৯) ঠাকুরগাঁও সদর উপজেলার পালপাড়া গ্রামের জাদু পালের মেয়ে।
এ সময় বিজিবির হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোতালেব হোসেন ও বিএসএফের-৬১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সত্য নারায়ণ চন্দ্র উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, বাংলাদেশের পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতের শিলিগুড়ি হয়ে কাজের সন্ধানে কলকাতায় যান দুলালি পাল। সেখানে কাজ না পেয়ে ৯ মাস পর কলকাতা থেকে দেশে ফিরে আসছিলেন। তার কাছে পাসপোর্ট না থাকায় পথে ভারতের বালুপাড়া নামক এলাকায় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বিএসএফ তাকে আটক করে। পরে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় তাকে বিজিবির কাছে বিএসএফ হস্তান্তর করে। দুলালি পালকে হাকিমপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বিজিবি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা