ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুধারামে ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৪ অক্টোবর) দুপুরে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মো. দাউদ হায়দার সুধারাম উপজেলার উত্তর শুল্যকিয়া গ্রামের মাওলানা মো.আবদুল্লাহ এর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, সুধারাম থানার একটি অস্ত্র মামলায় আসামি দাউদ কে আদালত অস্ত্র আইনে দোষী সাব্যস্ত করে ১৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকে আসামি গত ৬ মাস যাবত পলাতক থেকে অন্যত্র গিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে গতকাল রোববার ঢাকার মিরপুর-১ এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা