মো. বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদরাসার সুপারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
রবিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, মাদরাসা সুপার জয়নাল আবেদীনের যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানে একের পর এক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। প্রায় দেড় বছর আগে সুপার মোটা অংকের ঘুষের বিনিময়ে সুপার পদ লাভ করেন। এরপর থেকে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। সম্প্রতি ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে গণিত পরীক্ষায় নকল সরবরাহের আশ্বাস দিয়ে ২০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
দাখিল পরীক্ষার্থী সাইফুল্লাহ মানসুর বলেন, গণিতে নকল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুপার ১৯ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেন। এতে অনেকেই পরীক্ষার প্রস্তুতি না নিয়ে নকলের ওপর নির্ভর করে, এতে অনেকেই পরীক্ষায় ভালো করতে পারেনি।
নবম শ্রেণির শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, এই সুপার মাদরাসায় আসার পর থেকে শিক্ষার মান নিম্নমুখী। প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দাখিল পরীক্ষায় যা হয়েছে, ভবিষ্যতেও এমন হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা দুইদিন ধরে ক্লাসে যাচ্ছি না, সুপারের অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না।
অভিযুক্ত সুপার জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, নোয়াগাঁও দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা