মো. বদরুজ্জামান বদরুল, স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র অভিযানে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস ও চকলেটসহ সাড়ে ৫ কোটি টাকার পণ্য জব্দ করা হয়েছে।
সুনামগঞ্জ সদর উপজেলার ২নং রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনসেটের গোডাউনে গোয়েন্দা তথ্যর ভিত্তিতে টাস্কফোর্স এর অভিযানে মালিকবিহীন ৪২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪৯২২ পিস কসমেটিকস সামগ্রী ও ২০১২০ পিস চকলেট জব্দ করে বিজিবির ২৮ ব্যাটালিয়ন। যার বর্তমান বাজার মূল্যে ৫ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৫২০ টাকা।
আজ সোমবার ভোররাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্রিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান,২ জন পুলিশ সদস্য, ২৮ বর্ডারগার্ড বিজিডিও-৩১৫ সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ১৬ জন বিজিবির সদস্যসহ মোট ২০ জন অভিযানে অংশগ্রহণ করেন।
এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্নেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীদের জানান,আমাদের বিজিবির ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে ১৯টি বিওপির সদস্যরা নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছেন। এই জেলার সকল সীমান্ত স্পটগুলো সুরক্ষিত। আমরা আমাদের সৈনিকদের দ্বারা নিরাপদ রাখার জন্য সব সময় সচেতন রয়েছি।
তিনি বলেন, আজকের আটককৃত ভারতীয় অবৈধ মালামাল সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা