খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার মঙ্গলপুর চেয়ারম্যান রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক মো. ফরিদ আহমেদ। সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে তিনি মঙ্গলপুর এলাকায় যাওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
স্বাস্থ্যকেন্দ্রে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসকরা তাকে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মো. ফরিদ আহমেদের সহকর্মী, সাংবাদিক সমাজ, এবং পরিবারের সদস্যরা তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন। সেতাবগঞ্জে তিনি একজন শ্রদ্ধেয় ও প্রিয়মুখ হিসেবে পরিচিত, এবং তার এই দুর্ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন কোনো মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা