খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা এলাকায় বেশ কয়েক দিন ধরে পৌর কর্তৃপক্ষের নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী ভাস্কর্য অপসারণের কাজ চলছে।
ড্রিল মেশিন ও হাম্বুর ব্যবহার করে ধাপে ধাপে ভাস্কর্য ভাঙা হচ্ছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, সড়ক সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তর্জনী ভাস্কর্য সরানো হচ্ছে। ভাস্কর্য অপসারণ কাজ সম্পন্ন হলে অতি শিগগিরই সড়ক সংস্কার শুরু হবে বলে পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয়দের অনেকে বিষয়টিকে উন্নয়ন কাজের অংশ হিসেবে দেখলেও, কেউ কেউ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙাকে আবেগের সঙ্গে দেখছেন।
তবে কর্তৃপক্ষ বলছে, উন্নয়ন কাজ শেষ হওয়ার পর এলাকার সৌন্দর্য বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা হাতে নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা