খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ সরকারি কলেজে ফরম ফিলাপে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রোববার সকালে কলেজের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, ফরম ফিলাপের ক্ষেত্রে নির্ধারিত ফি’র চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় নির্ধারিত ৪৫০ টাকার জায়গায় ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন সেতাবগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক আ.বা. মোঃ মিজানুর রহমান আনসারী। তিনি বলেন,
“এই শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্র ফি ৪৫০ টাকার স্থলে ৬০০ টাকা করেছে এবং অন্তর্ভুক্তি ফি ৬০০ টাকা নির্ধারণ করেছে। এখানে সরকারি কলেজের কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে নিজেরাই ফরম ফিলাপের টাকা জমা দিচ্ছে। সঠিক তথ্য না জেনেই কলেজের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।”
তিনি আরও বলেন, কলেজ প্রশাসন সবসময় শিক্ষার্থীবান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কাজ করছে।
এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ কলেজ কর্তৃপক্ষের বক্তব্যকে যথাযথ বলেছেন, আবার অনেকে স্বচ্ছতার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা