মো. মারুফ হোসেন লিয়ন, সৈয়দপুর(নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দপুর সার্কেল কল্লোল রায় ও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহ আলমকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার মকবুল হোসেন নিশ্চিত করেন। পুলিশ সুপার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ দেওয়া হয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুজনের ভূমিকা নানা প্রশ্নের জন্ম দেয়। অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিক্ষার্থীকে তুলে এনে বেদম মারপিট করেন।
এ নিয়ে বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা