মোঃ মারুফ হোসেন লিয়ন, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে শ্রমিকলীগ নেতা তরুণ কুমার মন্ডলের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
তার দখলকৃত কোয়াটারগুলো থেকে ভাড়া আদায়, কেনাবেচাসহ অবৈধ দখল নিয়ে রেলওয়ে শ্রমিকসহ সাধারণ মানুষের অভিযোগ রয়েছে।
এই শ্রমিকলীগ নেতার হাত থেকে রেলের সম্পদকে বাঁচানোর দাবি জানান স্থানীয়রা। তাদের দাবি জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষসহ সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রেল কারখানা সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ের কারখানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক তরুন কুমার মন্ডল দীর্ঘ ২৫ বছর ধরে শ্রমিকলীগ কার্যালয়ের নিকটে একটি দ্বিতল বাংলোর উপরতলা অবৈধভাবে দখলে রেখেছেন।
গীর্জা রোড নামে পরিচিত শহরের সাহেবপাড়া এলাকায় বাংলো নং-টি-১৪ (বি) দখল করে বসবাসের পাশাপাশি সামনের জায়গায় টিনসেট দুইটি বাড়ি করে ম্যাচ হিসেবে ভাড়া দিয়ে আর্থিকভাবে সুবিধা ভোগ করছেন। অথচ এই বাংলো থেকে বাংলাদেশ রেলওয়ে বা সরকার কোন রাজস্ব পাচ্ছেনা। তরুন মন্ডল ১৯৮২ সালে ট্রেড এ্যাপ্রেনটিস পদে যোগদান করেন। কারাখানায় সর্বশেষ সিএইচআর সপের মিস্ত্রি পদে থেকে ২০২৪ সালের আগস্ট মাসে এলপিআর যান। অভিযোগ রয়েছে, এই দীর্ঘ সময়ে তিনি বেশিরভাগই কর্মস্থলে না থেকে ব্যক্তিগত ও সংগঠনের কাজে ব্যস্ত ছিলেন।
একই সাথে নানা সুযোগ সুবিধা বাগিয়ে নিয়েছেন গোপালগঞ্জের লোক হওয়ায় সুবাদে। বিশেষ করে রেলওয়ের জমি দখল, ক্রয়-বিক্রয় সংক্রান্ত কাজে তার সম্পৃক্ততা ছিল ব্যাপক। এইভাবে তিনি চাকুরীর বেতনের চেয়ে বেশি অর্থ কামিয়েছেন। যা দিয়ে তিনি অবসরের আগেই শহরের নয়াটোলা এলাকায় ৮ শতক জমি কিনে সেখানে বহুতল ভবন নির্মাণ করছেন।
এই ভবন নির্মাণের ক্ষেত্রেও তিনি অনিয়মের আশ্রয় নিয়েছেন। পৌরসভা থেকে ৫ তলা ভবনের নকশা অনুমোদন করে নিলেও তৈরী করেছেন ৬ তলা। তার ওপর সেখানে একটি মোবাইল কোম্পানীর টাওয়ারও বসিয়েছেন অনুমোদন না নিয়েই। এভাবে তিনি রেলওয়ের একজন দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়ে বনে গেছেন কোটিপতি। এই বহুতল ভবন নির্মাণ ও মোবাইল টাওয়ার বসানো নিয়ে স্থানীয় লোকজন, পৌর প্রশাসন, উপজেলা প্রশাসনকে লিখিত অভিযোগ দিলেও কোন কাজ হয়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা