মো. সাইফুল ইসলাম, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬২ জন শিক্ষার্থীর মধ্যে ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষা দেওয়া সব শিক্ষার্থীই পাস করেছেন। শতভাগ পাস ও রেকর্ড জিপিএ-৫ পাওয়ার আনন্দে ভাসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফলের এ তথ্যের বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, শিক্ষার্থীদের এমন রেজাল্টে আমরা অত্যন্ত গর্বিত। আমাদের ২৬২ জন শিক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার যোগ্য ছিল। তবে ২৬২ জনের মধ্যে ৭ জন জিপিএ পায়নি।
তিনি আরও বলেন, আমাদের কলেজের পাঠদান চলে এনজয়েবল ক্লাসরুম লার্নিং পদ্ধতিতে। এজন্য শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক পড়াশোনার মনোভাব ও মননশীলতা বাড়ে। অভিভাবক ও শিক্ষকদের মাঝে একটি সেতুবন্ধন সৃষ্টি হয়। কলেজের পাশাপাশি বাড়িতেও যেন শিক্ষার্থীরা পড়াশোনার দিক থেকে সরে না যায় এটি নজরে রাখা হয়।
নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের পূর্বের নাম ছিল সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ)। ২০১৯ সালে শিক্ষা মন্ত্রণালয় নাম পরিবর্তন করে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ রাখে। কলেজটিতে কেবল বিজ্ঞান বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। ১৯৬৪ সালে দেশের চারটি শিল্পাঞ্চলে টেকনিক্যাল স্কুল গড়ে ওঠে। দেশের সর্ববৃহৎ সৈয়দপুর রেলওয়ে কারখানার সুবাদে এখানেও গড়ে ওঠে টেকনিক্যাল স্কুল।
উদ্দেশ্য ছিল এখান থেকে সৈয়দপুর রেলওয়ে কারখানার জন্য দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা। পরে ১৯৭৭ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। কলেজটি থেকে প্রতি বছর উত্তীর্ণ বিপুল সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বুয়েট, মেডিকেল কলেজ, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের নাম রয়েছে।