সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সোনাকানিয়া ইউনিয়নের ইউপি সদস্যসহ সর্বস্তরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১টার দিকে সোনাকানিয়া বোর্ড অফিস প্রাঙ্গণে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহি উদ্দিন মেম্বারের সভাপতিত্বে গারাংগিয়া হাতিয়ারকূল ছিদ্দিকিয়া মাদরাসার সুপার মাওলানা ছগির আহমদের সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা সেক্রেটারি মোহাম্মদ তারেক হোসাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন শাখার আমীর মোহাম্মদ শাহাদত হোসাইন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী মাওলানা ছৈয়দ আহমদ, ইউপি সদস্য আহমদ কবির ভেট্টা, সাবেক ইউপি সদস্য মাওলানা শামশুল আলম,নারী সংরক্ষিত ইউপি সদস্য আফসানা বেগম গিন্নি ও শামশুননাহার, ইউপি সদস্য আব্দুল কাদের চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাকানিয়া ইউনিয়ন শাখার সেক্রেটারি মনির উদ্দিন, সাবেক ইউপি সদস্য জাফর আহমদ, জিয়া প্রজন্ম দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি তৈয়বুল আলম, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক কামাল উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন মির্জাখীল বাংলা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শাহ আলম, সোনাকানিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম,সোনাকানিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক নুরুচ্ছফা,সোনাকানিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আজিমুর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা