

কবির হোসেন, টাঙ্গাইল : বৈষম্যবিরোধী আন্দোলনে টাঙ্গাইলে পুলিশের গুলিতে স্কুলছাত্র মারুফ মিয়ার নিহতের ঘটনায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ছয়জন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল পৌর সভার মেয়র সিরাজুল হক আলমগীরসহ ৫৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে টাঙ্গাইল সদর থানায় নিহত মারুফের মা মোর্শেদা আক্তার বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় আরো দুইশ’ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার আসামী সংসদ সদস্যরা হলেন- টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ছোট মনির, সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইলে-৭ আসনের সংসদ খান আহমেদ শুভ ও টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শজাহান জয়।
আন্দোলনে নিহত মারুফের মায়ের একটাই দাবি, রাষ্ট্রীয়ভাবে মারুফকে শহীদের মর্যাদা দেওয়া হোক।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে বিজয় মিছিল নিয়ে টাঙ্গাইল সদর থানার কাছে পৌঁছলে পুলিশ গুলি চালায়। একটি বুলেট মারুফের মাথায় বিদ্ধ হলে মাটিয়ে লুটিয়ে পড়ে মারুফ। পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোর্শেদা আক্তার জানতে পারেন মারুফ পুলিশের গুলিতে মারা গেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা