শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত ও শিক্ষকদের হয়রানি প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

আব্দুর রউফ, রাজারহাট(কুড়িগ্রাম): বহিরাগত বখাটে কর্তৃক বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত এবং শিক্ষক ও কর্মচারীদের হয়রানি করে শিক্ষার পরিবেশ নষ্টের প্রতিবাদের কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজারহাট-রংপুর সড়কে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সরকারবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা এ মানববন্ধন করে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বহিরাগত কিছু দুষ্কৃতিকারী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের নানাভাবে হয়রানি করে আসছে। পাশাপাশি বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় উত্ত্যক্ত করছে। এতে করে বিদ্যালয়ে আসা-যাওয়া করা শিক্ষার্থীসহ শিক্ষক ও কর্মচারীরা নিরাপত্তহীনতায় ভুগছে। ফলে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশও।

এ অবস্থা থেকে প্রতিকারের জন্য দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আসাদুজ্জামান সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ