রুহুল আমিন, স্টাফ রিপোর্টার: গাজীপুর- ৩ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, তার স্ত্রী নিগার সুলতানা ঝুমা এবং ভাই সাখওয়াত হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্যের জন্য বিধি মোতাবেক পত্র জারি করা হলে ও নির্দিষ্ট তারিখ ও সময়ে বক্তব্য দিতে তারা হাজির হন নি। তারা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধান কালে জানা যায়। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।
আদালত আবেদন মঞ্জুর করে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজকে এবং তার স্ত্রী ও ভাইকে দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা