সামিউল আলীম, বগুড়া : বেঁচে থাকতেই নিজেই বাড়ির পাশে নিজের কবর খুঁড়ে আলোচিত সমালোচিত বগুড়ার শাজাহানপুর উপজেলার পারতেখুর সরদারপাড়া গ্রামের মমতাজ উদ্দিন (৬০)।
স্থানীয়রা জানান মমতাজ উদ্দিন বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখছেন তিনি দু-তিন দিন পর মারা যাবেন, তাইতো লোকজন নিয়ে বাড়ির পাশে খুরে রাখলেন নিজের কবর।
এ বিষয়ে মমতাজ উদ্দিন জানান, তিনি ছোট থেকে অনেক পীরের মুরিদ হয়েছিলেন। সবশেষ ‘ভাই পাগলা’ নামে এক পীরের মুরিদ হন।
তার নির্দেশেই এমন কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, হায়াত মৃত্যুর কথা বলা যায় না। কখন কি হয় তাই আমি আগে থেকেই লোকজন নিয়ে আমার কবর খুঁড়ে রাখলাম।
এতে এলাকার মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কবর খনন শেষে চারপাশে কবরে পলিথিন দিয়ে তার ওপর বালু দিয়ে আবারো ভরাট করে রাখেন। পরিবারকে তিনি বলেছেন, তিনি মারা যাওয়ার পর এই কবর উন্মুক্ত করে সেখানে তাকে যেন দাফন করে।
এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড মেম্বার এর সাথে ফোনে কথা বললে তিনি যায়যায় কালকে জানান, মমতাজ উদ্দিন লোকটি এলাকায় খুবই ভালো একজন মানুষ হিসেবে পরিচিত। আমি তার কবর খনন কাজের কথা শুনেছি। কিন্তু সেখানে যাইনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা