জাহিদ মাহমুদ, মেহেরপুর: পাবনায় হেযবুত তওহীদের র্কাযালয়ে সন্ত্রাসী হামলায় ১ জন নিহত ও ১০ জন আহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে মেহেরপুর জেলা হেযবুত তওহীদের উদ্যোগে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সমন্বয়কারী সাহারুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা সভাপতি জসেব উদ্দীন, মেহেরপুর সদর উপজেলা সভাপতি মোবারক হোসেন, নারী সম্পাদক আফরোজা খাতুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানব বন্ধন ও বিক্ষোব সমাবেশে বক্তারা বলেন, অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ দীর্ঘ ২৩ বছর ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ, ধর্ম ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বার বার এক শ্রেণীর দুষ্কৃতিকারীরা উস্কানী দিয়ে, হেযবুত তওহীদের বাড়ি ঘরে হামলা করে, হত্যা করে হেযবুত তওহীদের সদস্যদের। এবার পাবনা জেলা কার্যালয়ে সশস্ত্র হামলা করে সুজন আলী নামের এক জন সদস্যকে নিশংস ভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আটক ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান বক্তারা।
যায়যায়কাল/২৬আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা