সিজেল আহমেদ, হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে কটাক্ষ করায় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়ায় রামজিত রবি দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
তিনি বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের চামারি টিলার বাসিন্দা সরন রবি দাসের ছেলে। জন অসন্তোষের কারণে তাকে বাহুবল মডেল থানায় আটক রাখা হয়েছে।
স্থানীয়রা জানান, রামজিত দাস তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটাক্ষপূর্ণ পোস্ট করে। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ নিয়ে রবিবার দুপুরে রশিদপুরে লোকজন জড়ো হতে থাকেন। এমতাবস্থায় বাজার কমিটির সভাপতি হরুনুর রশিদ বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে গেলে প্রতিবাদী লোকজন রামজিতকে গ্রেফতার করে শাস্তির দাবি করেন। এক পর্যায়ে কামাইছড়া ফাঁড়ির ইনচার্জ এসআই এখলাছুর রহমান ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ রামজিত দাসকে দারাগাও চা বাগান থেকে আটক করে ।
এসআই এখলাছুর রহমান ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রামজিতকে থানায় আটক রাখা হয়েছে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রশিদপুর বাজার কমিটির সভাপতি সভাপতি হারুনুর রশিদ জানান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা