সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান।
সোমবার ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আযোজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রশাসক বিএম তারিক উজ জামান বলেন, নারীর টেকসই উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে অবশ্যই বিনিয়োগ বৃদ্ধি করতে হবে।
এ ছাড়া দেশ ও নারীদের আত্নসামাজিক উন্নয়নে বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, জয়িতারাই নারীদের উন্নয়নে কাজ করবে। বাল্য বিবাহ ও শিশু গর্ভের ঝুঁকিপূর্ণের বিষয়ে আমাদের সচেতনতার মাত্রা আরো বৃদ্ধি করতে হবে বলেও উল্লেখ করেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নারী সংগঠনের নেতৃবৃন্দ ও উদ্যোক্তা, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনে নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ জয়ীতা-র সম্মাননা প্রদান করা হয়।
এর আগে দিবসটি উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে র্যালি বের করা হয়। উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ র্যালি উদ্বোধন করেন হরিণাকুণ্ডৃ উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ জামান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা।
সহকারি কমিশনার ভূমি ঈশিতা আক্তার, প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোক্তার হোসেন, শিশুকলি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইদ্রিস আলী।
উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার। আরো উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক, নাজমুল হুদা রিপন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা