সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ): ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের ফুল ছিটিয়ে এবং পুরুষ্কার বিতরণী মধ্যে দিয়ে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীকে।
নবীন বরণ অনুষ্ঠান উপলক্ষে সাজানো হয় কলেজ ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, বা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
আয়োজনে নবাগত শিক্ষার্থীদের বরণে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুল মজিদ। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার আলী।
উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এম এ মজিদ বলেন, হরিণাকুণ্ডু মহিলা ডিগ্রী কলেজ ঝিনাইদহ জেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে এই প্রতিষ্ঠানের জন্য সুনাম বয়ে আনবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা