
যায়যায়কাল প্রতিবেদক: পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী।
এর মধ্যে গত বছরের জুলাইয়ে গণঅভ্যুত্থান চলাকালে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলাও রয়েছে।
বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার শুনানি শেষে আইভীর জামিনের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম হৃদয় রহমান বলেন, 'আপিল বিভাগ যদি হাইকোর্টের এ রায়ের ওপর স্থগিতাদেশ না দেয়, তাহলে আইভী কারাগার থেকে মুক্তি পাবেন।'
জামিন শুনানিতে আইভীর পক্ষে ব্যারিস্টার সারা হোসেনের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও এস এম হৃদয় রহমান।
এর আগে গত মে মাসে পোশাকশ্রমিক মিনারুল হত্যাকাণ্ডের মামলায় আইভীর জামিন আবেদন নাকচ করেছিলেন নিম্ন আদালত।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ২০ জুলাই নারায়ণগঞ্জের আদমজী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালালে পোশাকশ্রমিক মিনারুল ইসলাম নিহত হন।
পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক সিদ্দিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও ১৩২ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া প্রায় ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সেই মামলায় ১২ নম্বর আসামি করা হয় সেলিনা হায়াৎ আইভীকে।
পরে তাকে ওই মামলা ছাড়াও আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা