খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ধানক্ষেত থেকে আরাফাত ইসলাম (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে হাকিমপুর-পাঁচবিবি সীমান্তের বাওনা গ্রামের বাঁশমুড়ি ও মোলান এলাকার মাঝামাঝি স্থানে ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আরাফাত ইসলাম উপজেলার বাওনা গ্রামের মিনহাজ ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত লেখাপড়ার পাশাপাশি অটোরিকশা চালাতেন। এক বছর আগে তাকে একবার অপহরণ করে অটোরিকশা ছিনতাই করেছিল দুর্বৃত্তরা। তবে কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা জানান, রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যেহেতু ঘটনাটি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মধ্যে ঘটেছে, তাই পাঁচবিবি থানার পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরাফাতকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার সঠিক কারণ জানা যাবে।