কৌশিক চৌধুরী, হিলি: সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর থানা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।
সোমবার সকাল ১১ টায় হাকিমপুর থানা পরিদর্শনে আসেন তিনি। এসময় থানা পুলিশের সাথে কিছুক্ষণ কথা বলেন এবং থানায় পুলিশের দৈনন্দিন কার্যক্রমের ব্যাপারে খোঁজখবর নেন।
এসময় থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বলেন, হাকিমপুর থানা একটি সীমান্তবর্তী হওয়ায় সেনাবাহিনীর পরিবর্তে বিজিবি থানা পুলিশের পাশে থেকে সহোযোগিতা করে যাচ্ছে। যতদিন পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হবে ততদিন বিজিবি পুলিশকে সহযোগিতা করে যাবে।
বিজিবি ও পুলিশকে সহায়তায় স্থানীয়দের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এসময় দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল আরিফুল রহমান, জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ, বিজিবি রংপুর রিজিয়ন অপস অফিসার লে. কর্নেল ফারুক হোসেন খান, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ দুলাল হোসেনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা