মো. এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ৮ নং ওয়ার্ড হেলাল চৌধুরী পাড়ার মো. আব্দুল মালেকের পাঁচটি গরু অগ্নিকাণ্ডে পুড়ে গেছে।
সোমবার দিনগত রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গোয়াল ঘরে থাকা ৬ টি গরু অগ্নিকাণ্ডে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গরু গুলোর মধ্যে ৪ টি গাভি, ১ টি ষাঁড় মারা গেছে। এছাড়া আরেকটি গরুর অবস্থা আশঙ্খাজনক।
কান্নাজড়িত কণ্ঠে মালেক বলেন, আমার সম্বল বলতে এই গরুগুলো আর ঘরবাড়ি। পাচঁটি গরু ঘটনাস্থলেই মারা গেছে। একটির অবস্থা আশঙ্খাজনক, আমার ১২ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে। এতে সহায় সম্বল হারিয়ে আমি অসহায় এখন।
অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান জানান,
ঈদের এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করছেন। ক্ষতিগ্রস্ত মো. মালেক যেহেতু একজন উদ্যোক্তা তাই তার যেকোনো সুযোগ সুবিধায় পাশে থাকবেন বলে জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা