মো. এরশাদ আলী, হাটহাজারী: হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছে
রোববার বেলা ১২টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন খাঁন সুমন ও প্যানেল চেয়ারম্যান জাকির হোসেনের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনীর একটি টিম ইতিমধ্যে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন।
উপস্থিত মানুষের সাথে কথা বলে জানা গেছে, লাঠিসোটা নিয়ে ইউনিয়ন পরিষদেই হামলা চালায় দুর্বৃত্তরা। সেখানে থাকা চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা করা হয়। সে সময় উপস্থিত সাধারণ জনতা চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যানকে উদ্ধার করেন।
হামলার শিকার হওয়া ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন খান সুমন আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি নৌকা প্রতীকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। অন্যদিকে প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন বিএনপির রাজনীতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত।
এ বিষয়ে জানতে ফোনে চেয়ারম্যানকে পাওয়া গেলেও প্যানেল চেয়ারম্যানকে পাওয়া যায়নি।
চেয়ারম্যান বলেন, দুর্বৃত্তরা অফিস চলাকালীন সময়ে পরিষদে এসে হঠাৎ অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে গাড়িযোগে বাসায় পৌঁছে দেয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা