হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারী ১২নং চিকনদন্ডী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান মো: নুরুল আফছার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সোমবার দুপুরে সুলতান নশরত শাহ মিলনায়তনে ইউপি সদস্য তোফায়েল আহমেদের সঞ্চালনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজিম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সচিব মোহাম্মদ আবুল বশর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহ:কমিশনার( ভুমি) মেহরাজ শারবীন।
অনুষ্ঠানে হাফেজ মাওলানা এমাদাদুল হকের কুরআন তেলাওয়াতর সূচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক চিকনদন্ডী ইউপি চেয়ারম্যান ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আলী নাছের মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো:শাহজাহান চৌধুরী, উত্তর জেলার শ্রমিক লীগের আবু লাইচ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ইশরাত সাহেরা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট নিতাই চৌধুরী, খোরশেদ আজিজ, ইদ্রিস হুজুর, নুরুল আলম, শাহআলম, নেজাম উদ্দীন, তৌফিক আহম্মদ চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে নবাগত চেয়ারম্যানকে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আজিম।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা