

হাটহাজারী প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে বাসায় ফ্রিজ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে জোবায়ের (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সাড়ে এগারটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত জোবায়ের ওই ইউপির ১ নং ওয়ার্ডস্থ মাহমুদাবাদ এলাকার কোরবান আলী চৌধুরী বাড়ীর জাফরের পুত্র।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জোবায়ের তাদের ঘরের ফ্রিজ খুলতে গিয়ে আগে থেকে বিদ্যুতায়িত হয়ে থাকা ফ্রিজ স্পর্শ করায় গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের নিকট নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য সফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা