শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

হাটহাজারীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ সুন্নী জনতার

মো. এরশাদ আলী, হাটহাজারী(চট্টগ্রাম): পবিত্র ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে জশনে জুলুসে সুন্নী জনতার উপর সন্ত্রাসীদের হামলা প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সর্বস্তরের সুন্নী জনতা।

মঙ্গলবার বিকাল ৩ টায় চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইটে সর্বস্তরের সুন্নী জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী ফ্রন্টের শুরা সদস্য মুফতী মুহাম্মদ জামাল উদ্দীন আলকাদেরী সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক সেকান্দর মিয়া, সুপার মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দীন আলকাদেরী, নাছির উদ্দীন রুবেল, মাওলানা মো. মুছা কাজেম, মোহাম্মদ শফি, জুনায়েদ আরফাত, মিনহাজ উদ্দিন, ফোরকান উদ্দীন, মহি উদ্দীন, মোহাম্মদ রিয়াদ, রাইহান, সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, এই দেশ সূফীবাদের দেশ, পীর আওলিয়াগণের দেশ। এই দেশে শান্তি প্রিয় সুন্নী জনতার উপর হামলাকালী এরা কারা? কার আদর্শ বাস্তবায়নে জন্য এমন ন্যাক্কারজনক কাজ করছেন তারা। প্রধান উপদেষ্টার প্রতি আক্ষেপ করে বলেন এই হামলার যদি কোনো তদন্ত না হয় আগামীতে সুন্নী অনুসারীরা বসে থকবে না।

ক্ষোভে প্রায় ২০ মিনিট রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক আবরোধ করে রাখলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে প্রশাসনের অনুরোধে রাস্তার আবরোধ তুলে নেয় তারা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on tumblr
Tumblr
Share on telegram
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ