মো. সালেহুর রহমান সজীব, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় একটি গভীর নলকূপের পাহারাদার হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় কলিঙ্গা গ্রামেরর ফসিল মাঠের গভীর নলকূপের ঘর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত আবু সাঈদ (৬০) উপজেলার বেলগাড়ী গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি কলিঙ্গা গ্রামের নুর মোহাম্মদের গভীর নলকূপের পাহারাদার ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ দীর্ঘদিন ধরে ওই গভীর নলকুপের পাহারদার ছিলেন। তিনি প্রতি রাতেই গভীর নলকূপের পাহারার কাজ শেষে আবার ভোরে নিজ বাড়িতে ফিরে সাংসারিক কাজ করতেন। বৃহস্পতিবার রাতে গভীর নলকূপের পাহারার কাজ শেষে তিনি শুক্রবার ভোরে বাড়িতে ফিরেননি। তখন তার মেয়ে জামাই গভীর নলকূপের ঘরে আসেন। তিনি গভীর নলকূপের ঘরের দরজা খোলা ও তার শ্বশুর হাত-পা বাঁধা অবস্থায় চৌকির ওপর পড়ে আছেন।
তিনি স্থানীয় লোকজনদের খবর দেন। তারা ছুটে এসে হাত-পা বাঁধা অবস্থায় আবু সাঈদের গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। থানা পুলিশ এসে সকাল সাড়ে নয়টায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কলিঙ্গা গ্রামের ফজলুর রহমান বলেন, আবু সাঈদ একজন ভালো মানুষ ছিলেন। আমাদের জানামতে, তাঁর কোন শক্রু ছিল না। কেন তাঁকে নৃশংসভাবে হত্যা করা হলো তা বুঝতে পারছি না।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গভীর নলকূপের পাহারাদার আবু সাঈদকেদুর্বৃত্তরা হত্যা করেছে। গভীর নলকূপের ঘর থেকে তার হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা