
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩১, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
হাবিপ্রবিতে রেড ক্রিসেন্টের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘মেগা ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি

আল জোবায়ের, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হলো ‘মেগা ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-হাবিপ্রবি ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির লক্ষ্য ছিল ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করা।
গত শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে ভলেন্টিয়াররা ৩০টি টিমে বিভক্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানসমূহ হলো— মেইন গেইট হতে বাঁশেরহাট এলাকা, প্রথম ও দ্বিতীয় গেইট, টিএসসি, লাইব্রেরি চত্বর, অডিটোরিয়াম-১, একাডেমিক বিল্ডিং-১, ২ ও ৩, এগ্রিকালচার ভবনের আশেপাশের এলাকা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবন, ড. কুদরত-ই-খুদা একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হলসমূহের সম্মুখভাগ, টিচার্স ও স্টাফ কোয়ার্টার এবং হাবিপ্রবি স্কুল মাঠ। পাশাপাশি পুরো ক্যাম্পাসজুড়ে ভলেন্টিয়াররা এই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দলের যুব উপদেষ্টা অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
এ আয়োজন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা বলেন, “রেড ক্রিসেন্ট হাবিপ্রবি দলের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এত ভলেন্টিয়ারের সক্রিয় অংশগ্রহণ প্রমাণ করে যে, তারা ক্যাম্পাসের অন্যতম মানবিক ও আদর্শ সংগঠন।”
এ সময় হাবিপ্রবি রেড ক্রিসেন্ট দলের প্রধান দলনেতা রাহাতুল গনি বলেন, “আমরা নিয়মিতভাবে প্রতিমাসে Clean Campus Program আয়োজন করি। তবে এবারের Mega Clean Campus Initiative Program ৩৫৬ জন ভলেন্টিয়ারের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসব্যাপী ক্লিন ক্যাম্পাস প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে। এটি প্রমাণ করে যে, আমাদের সংগঠন হাবিপ্রবির অন্যতম শক্তিশালী ও সেরা সংগঠন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা