
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
হাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের জাতীয় ও বৈশ্বিক অঙ্গনে চমকপ্রদ অর্জন

আল জোবায়ের, স্টাফ রিপোর্টার: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অসাধারণ সাফল্য অর্জন করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনে হাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের সাফল্য ছিল চোখে পড়ার মতো। ২০ ব্যাচের এ কে এম রইচ উদ্দীন আলিফ, মোঃ সাজ্জাদ হোসেন ও ইমদাদুল হক ইমন ‘Memory Space 2024’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একই ব্যাচের ঋতুশ্রী মোদক সাথী তাঁর দলসহ ‘Community (E)Scape’ প্রকল্পের মাধ্যমে ‘Epidemic Urbanism Initiative Design Competition 2021’-এ ৫২টি দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেন, যা স্থাপত্যে স্বাস্থ্য ও সাম্য বিষয়ক ভাবনার এক অনন্য উদাহরণ।
আলিফ ও সাজ্জাদ ‘Kaira Looro Architecture Competition 2025’-এর Nursery School Project-এ ফাইনালিস্ট হন। পর্ণা রায়, উম্মে সাদিয়া ও শামসুল আরেফিন ‘Kaira Looro 2024’-এর Maternity Center Project-এ Top 100-এ স্থান পান। এছাড়া ‘School for Palestine 2024’ প্রতিযোগিতায়ও আলিফ ও সাজ্জাদ ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হন।
জাতীয় পর্যায়েও হাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা তাঁদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২১ ব্যাচের মিসকাত জাহান মারজিয়া ও তাঁর দল ‘National AI Art-a-thon 2025’-এ ৩৮০টিরও বেশি সাবমিশনের মধ্যে Top 20 Finalist হয়ে Runner-up হন, যা প্রযুক্তি ও শিল্পের সম্মিলনে তাঁদের দক্ষতা তুলে ধরে। আলিফ ও সাজ্জাদ ‘Sustainable Design for Water Nomad Community 2023’ প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেন, যেখানে তাঁরা পানির ওপর নির্ভরশীল ভাসমান জনগোষ্ঠীর জন্য টেকসই নকশা উপস্থাপন করেন।
স্থাপত্য শিক্ষার্থীদের বার্ষিক উৎসব ArchJAM 2025-এ হাবিপ্রবির অংশগ্রহণ ছিল অত্যন্ত সফল। টিম ‘Alindiya’ “Obstacle Course & 3D Composition from Found Material” ইভেন্টে প্রথম স্থান অর্জন করে, যেখানে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে অংশ নেন। একই অনুষ্ঠানে “Design Chattre” সেগমেন্টে টিম “Dead End” তৃতীয় স্থান অর্জন করে। তাঁদের প্রকল্প “গঙ্গাশুদ্ধি” ছিল পরিবেশ ও ঐতিহ্যবাহী জলব্যবস্থার পুনরুদ্ধার নিয়ে একটি চিন্তাশীল উপস্থাপন।
গত ১৮ আগস্ট ২০২৫ তারিখে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনাম উল্যা এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এবং সেখানে তাদের অর্জনসমূহ তুলে ধরেন।
স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা জানান, এই সাফল্যগুলো শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও স্থাপত্যচর্চার ভবিষ্যতের জন্য এক আশাব্যঞ্জক বার্তা। আমরা হাবিপ্রবির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা মেধা, নিষ্ঠা ও সৃজনশীলতার প্রমাণ রেখে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা