

মো. মামুন উর রশিদ, কুড়িগ্রাম: ভোক্তা অধিকার ও আআইনশৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে শিক্ষার্থীরা। অভিযানে মেয়াদ উত্তীর্ণ হ্যান্ড স্যানিটাইজার এবং ১০ প্রকারের রিয়েজেন্ট জব্দ করা হয়েছে।
সোমবার দুপুর ২ টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের প্যাথলজি বিভাগে অভিযান চালিয়ে রেফ্রিজারেটরে মজুদ করা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্টগুলো জব্দ করা হয়। মেয়াদ শেষ হওয়া রিয়েজেন্টগুলো দিয়ে এখনও প্যাথলজিতে পরীক্ষার কাজ চলার প্রমাণ পেয়েছে শিক্ষার্থীরা।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ ঐ রিয়েজেন্টগুলো দিয়ে পরীক্ষার বিষয়টি অস্বীকার করেছনে। মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট প্যাথলজিতে থাকার ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিযানে যুক্ত থাকা শিক্ষার্থী মাহমুদুল হাসান লিমন বলেন, অভিযান চলাকালীন প্যাথলজিতে গিয়ে দেখা যায় তারা মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট ব্যবহার করছে। সেখানে থাকা ফ্রিজেও সেগুলো পাই। আমরা নিশ্চিত বলতে পারি এগুলো তারা আজকেও ব্যবহার করেছে। আমাদের সামনে অনেক রোগীর রিপোর্ট প্রদান করছে। যেটা রোগীদের জন্য ভয়ংকর ব্যাপার। আমাদের ছাত্র সমাজের প্রত্যাশা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।
ভোক্তা অধিকারের কুড়িগ্রাম জেলা অফিসের উপ-পরিচালক এ এস এম আসুম উদ দৌলা বলেন, মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্টগুলো হাসপাতাল কর্তৃপক্ষের অধিকতর সচেতন হয়ে প্যাথলজি থেকে সরিয়ে ফেলা উচিৎ ছিলো। ফ্রিজের গায়ে লেখা ছিলো ২০২৫ সাল পর্যন্ত ওষুধগুলো চলবে। ভেতরের ওষুধগুলোর ২০২৩ সালের আগস্টে মেয়াদ শেষ হয়ে গিয়েছে। সে ওষুধগুলো আমরা মেশিনের আশেপাশেও পেয়েছি। এটা দুঃখজনক। আমাদের অভিযান অব্যহত থাকবে। আজকে আমরা রিয়েজেন্টগুলো ধ্বংস করা হবে। হ্যান্ড স্যানিটাইজারগুলো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। এখানে যারা দ্বায়িত্বে আছেন তাদের কাছে আমরা লিখিত নেবো যাতে পরবর্তীতে এমনটা না হয় এবং সেবার মান নিশ্চিত হয়।
হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার শাহীনুল ইসলাম শিপন বলেন, আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্ত প্রতিবেদন অনুযায়ী অবহেলা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা