কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলিতে হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে কালব এর জেলা ব্যাবস্থাপক অরুণ কুমার হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজার সভাপতিত্বে ১৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য বিরামপুর কা্লব চেয়ারম্যান মুক্তি হামদ খান, ফুলবাড়ি উপজেলা কা্লব চেয়ারম্যান আবুল হাসান মিলন, সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু) সহকারী শিক্ষিকা মোছাঃ মালেকা বেগম, মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলা কা্লব এর পরিচালনা পরিষদের সহসভাপতি রবিউল ইসলাম টুটুল, ট্রেজারার আজিনুর রহমান, ডিরেক্টর নার্গিস পারভীন, কাওসার রহমান, উপজেলা স্কাউটস এর কমিশনার আনোয়ারুল ইসলাম টুকু, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, উপজেলা ক্লাবের ব্যবস্থাপক মোস্তাকিম, ঘোড়াঘাট শাখার ব্যবস্থাক মো. মামুনুর রশীদ, বিরামপুর শাখার ব্যবস্থাপক মিন্টু কুমার দেব, হাকিমপুর উপজেলা প্রোগাম অফিসার আব্দুল আলিম, অফিস সহায়ক মিনহাজুল ইসলামসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণ এবং তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপরে সভাপতির স্বাগত বক্তব্য রাখেন সেলিম রেজা এবং বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদ।
সভায় বক্তারা ক্লাব ক্রেডিট ইউনিয়নের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে শেষে তিনটি ক্যাটাগরিতে (নিয়মিত সর্বোচ্চ সঞ্চয় জমা, আমানত জমা ও কিস্তি পরিশোধ) সদস্যদের বিশেষ পুরস্কার এবং সকল সদস্যদের পুরস্কার দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা