কৌশিক চৌধুরী, হিলি : কোরবানি ঈদকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে মহিষ মোটা তাজাকরণ করা হচ্ছে। কয়েক দিন পরেই বিক্রির জন্য বাজারে তোলা হবে এসব মহিষ, তবে লোকসান এড়াতে ভারতীয় গরু এবং মহিষ আমদানি ও চোরাই পথে আসা বন্ধের দাবি খামারিদের। খরচ কম ও অল্প খাবারে মহিষ লালন পালন করতে পারায় বাড়ছে মহিষের খামার। এদিকে খামারিদের সব সময় সব বিষয় পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তার।
স্থানীয় মামুন হোসেন বলেন, এক সময় গ্রামগঞ্জে দেখা যেত মহিষের লালন পালন। সেটি এখন অনেক টায় বিলুপ্তির পথে। হিলি সীমান্তে চোরাচালান বন্ধ থাকায় অনেকে জীবিকার তাগিদে নিজ বাড়িতে বানিজ্যিক খামার গড়ে তোলেন। এদিকে হিলি সীমান্তবর্তী এলাকায় এখন মহিষ বাণিজ্যিক ভাবে লালন পালন করা হচ্ছে। এছাড়াও গড়ে উঠেছে বেশকিছু খামার। এসব খামারে মহিষ কোরবানি ঈদে বিক্রির জন্য মোটা তাজাকরণ করা হচ্ছে । আগামীতে আমার ইচ্ছা আছে মহিষের খামার করার। তাই সুমন ভাইয়ের খামারটা দেখতে আসছি।
খামারের কর্মচারি আব্দুল বারেক বলেন, আর কিছুদিন পরে কোরবানি ঈদ। ঈদের আগে পশুর বড় এটা চাহিদা থাকায় আমাদের খামারের মহিষ লালন পালন নিয়ে ব্যস্ত সময় পার করছি। এছাড়াও মহিষ গুলোকে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিক খাবার। এরমধ্য রয়েছে কাঁচা ঘাস, ভুসি, ভুট্রা সহ নান খাবার। এদিকে কয়েক দিন পরে এইসব মহিষ বাজারে তোলা হবে।
মহিষের খামারি সুমন সরকার বলেন, কোরবানি ঈদকে সামনে রেখে রাতদিন কাজ করে মোটা তাজাকরণ করা হচ্ছে মহিষ । খাওয়ানো হচ্ছে দেশীয় খাবার। এবার যদি ভারত থেকে আমদানি কিংবা চোরাই পথে কোরবানির পশু বাংলাদেশে না আসে তাহলে দেশের খামারিরা বড় লাভের আশা করছে। এসব মহিষের মধ্য এবার ঈদে সবচেয়ে আর্কষণীয় হলো ১৩শ’ কেজি ওজনের ‘বুলডেজার’ ও ১১শ’ কেজি ওজনের ‘বিগবস’ নামের দুটি মহিষ যার দাম রাখা হয়েছে ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকা। কয়েকদিনে পরেই কোরবানির হাটে বিক্রির জন্য তোলা হবে এসব মহিষ।
হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তাজরিন খাতুন বলেন, হিলির প্রথম বারের মতো গড়ে উঠেছে মহিষের খামার। এসব মহিষ অল্প খাবারে এসব মহিসের শরীরে দ্রুত মাংস বৃদ্ধি হওয়ায় দিন দিন বাড়ছে খামার। আর খামারিদের পরামর্শের পাশাপাশি সবধরনের সহযোগিতার আশ্বাস এই কর্মকর্তার।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় কোরবানি ঈদ উপলক্ষে ৮টি খামারে ২ শতাধিকের বেশি মহিষ মোটাতাজাকরণ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা