কৌশিক চৌধুরী, হিলি : প্রচণ্ড দাবদাহ থেকে শিক্ষার্থীদের সুস্থ্য রাখতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে দিনাজপুরের হিলিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছাতা বিতরণ করেছে ছাতনী রাউতাড়া জেএম ফাজিল মাদ্রাসা কর্তৃপক্ষ।
রোববার সকালে মাদ্রাসা মাঠে নিজস্ব তহবিল থেকে ছাত্রছাত্রীদের মাঝে ৪শ’ ছাতা বিতরণ করেন হাকিমপুর উপজেলা চেয়াম্যান হারুন উর রশিদ। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জামিল হোসেন চলন্ত, মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসব ছাতা পেয়ে খুশি মাদ্রাসার ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
ছাতনী রাউতাড়া জেএম ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জামলি হোসেন চলন্ত বলেন, প্রচণ্ড রোদ উপেক্ষা করে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হয়। এসব ছাতা বিতরণের ফলে রোদ কিংবা বৃষ্টিতে ছাত্রছাত্রীরা সাচ্ছন্দে শিক্ষা প্রতিষ্ঠনে আসতে পারবে। এতে শিক্ষার্থীর উপস্থিতিও বাড়বে। এমনি ভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মাঝে ছাতা বিতরণের আহ্বান তাদের।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা