হিলি প্রতিনিধি : দিনাজপুরের হিলিতে নিন্ম আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভমূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় হাকিমপুর সরকারি ডিগ্রী কলেজ চত্বরে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এসময় সেখানে টিসিবির ডিলার আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
এবার ৪৭০ টাকা প্যাকেজ মূল্যে ১শ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন তেল, ৩০টাকা কেজি দরে ৫ কেজি চাল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মশুর ডাল দেওয়া হচ্ছে। হাকিমপুর উপজেলার ১০ হাজার ৫৭১ জনের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই পণ্য বিক্রয় করা হচ্ছে। খোলা বাজারের চেয়ে কম মূল্যে তেল, ডাল ও চাল পেয়ে খুশি নিন্ম আয়ের মানুষজন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা