কৌশিক চৌধুরী, হিলি: দিনাজপুরের হিলি হাকিমপুর উপজেলায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. শাফিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা কৃষি অফিসার মোছা. আরজেনা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুল আলম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী, ইসলামিক ফাউণ্ডেশনের সুপারভাইজার, সমাজসেবা অফিসার মো. মাসুদ রানা, পল্লী উন্নয়ন অফিসার মো. গোলাম রব্বানী, আইসিটি অফিসার জান্নাতুন ফেরদৌসী, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ২৫ মার্চ ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে জাতির শ্রেষ্ঠ সন্তানরা নির্মমভাবে কালো রাতে অপারেশন সার্চলাইট নামে গণহত্যার বিষয়ে আলোচনা করেন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা