

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের হিলিতে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক কাউন্সিলর শামীম সরদারকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
গত শনিবার সকাল ১০টায় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি হাকিমপুর উপজেলার মৃত আবেদ আলী সরদারের ছেলে শামীম সরদার (৪৪)।
বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন মিঞা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় করা মামলার আসামি শামীম সরদারকে সকালে তার নিজবাড়ি থেকে আট করা হয়। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা